একাডেমি তে চলছে মাইকেল বোসের একক চিত্র প্রদর্শনী

রাজকুমার দাস

শিল্পী মাইকেল বোস চিত্রশিল্পী হিসাবে অনেক কাজ করেছেন। চিত্রশিল্পী হিসাবে তাঁর একাধিক একক চিত্রপ্রদর্শনী দর্শকদের মন ছুঁয়ে গেছে।

বেশ কয়েকমাস আগে তার একটি চিত্র প্রদর্শনী হয়েছিল। এবার মাইকেল বোসের নতুন একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে একাডেমিতে। বুধবার ৮ জুন এই চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল উপস্থিত ছিলেন শিল্পী দেবব্রত চক্রবর্তী, বিমল কুন্ডু, মলয় দাস, পার্থসারথি নাথ, পৃথ্বীশ সিকদার, বাদল পাল, সমাজসেবী দেবলীনা রায় চৌধুরী, সমাজসেবী শ্যামাদাস, সুজিত কুমার ঘোষ, কবি ফুল্লোরা মুখোপাধ্যায়, অভিনেত্রী সুভদ্রা মুখার্জি উপস্থিত ছিলেন এই চিত্র প্রদর্শনীতে।
এই একক চিত্র প্রদর্শনী নিয়ে মাইকেল বোস জানান ‘ এটা ১৮ তম একক চিত্র প্রদর্শনী,
মোট ২২টি পেন্টিং রয়েছে সবকটা আঁকাতেই নারীদের কষ্ট তুলে ধরা হয়েছে। মর্ডান ইন্ডিয়ান আর্টিস্ট সিক্স বইটিরও আনুষ্ঠানিক প্রকাশ পেল চিত্রপ্রদর্শনীর পাশাপাশি।’

Leave a Reply