একসাথে চললে ভাতারের মাঠ প্রস্তুত : নয়ন
সকলকে নিয়ে কাজ করলে ভাতারের মাঠ আগামী লোকসভা ভোটে লড়ার জন্য প্রস্তুত আছে। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম থেকেই বলে এসেছেন বদলা নয় বদল চায়। সেই ভাবনাকে সামনে নিয়েই তৃণমূল কংগ্রেস ক্রমশ এগিয়ে চলেছে । আজকে সবাই তৃণমূল । বিরোধীদের স্থান নেই । ভাতার ব্লকের বনপাস অঞ্চলের মোহনপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এরকমই বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক নয়ন সামন্ত । ১৯৯৮ সালের 1লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় । তারপর থেকেই নয়ন সমন্ত প্রতিবছরে এই দিনটি মহাসমারোহে পালন করে আসেন । সোমবার বনপাস অঞ্চলের মোহনপুর গ্রামে দলীয় ফ্লাগ উত্তোলন করার পর কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে জানান ভাতারের মাঠ শক্ত তবেই, যদি সকলকে একসাথে নিয়ে কাজ করা যায় । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বদলার কথা বলেনি তিনি বদলের কথা বলেছেন । তাই সুপ্রিমোর কথাকে সামনে রেখে বদলের পরিবেশকে আমরা গ্রহণযোগ্যতা দিয়েছি । সেই লক্ষ্যেই আগামী লোকসভা ভোটে ভাতারের সামগ্রিক চিত্র অন্যরূপ হবে ।