একসাথে,
ইন্দ্রানী গুপ্ত,
এসো এক সাথে উড়ি
এক সাথে গাই
আনন্দে ভেঙ্গে পড়ি
পুড়ে হই ছাই।
এখানে দুঃখ নেই
আছে সুখ সুখ ঘ্রাণ
এখানে মৃত্যু নেই
আছে অন্তহীন প্রাণ।
আমরা মনে মনে খেলি
মনে মনে হাসি
সাত আকাশ পাড়ি দিয়ে
নীড়ে ফিরে আসি।
অনাবিল ভালোবাসি
শেফালী ও জুঁই
শিশিরের ভেজা ঘাসে
মনে মনে ছুঁই।
তুমি আমি ভুলে যাই
পৃথিবীর কথা
দুটি হৃদের শব্দ পাই
ভেঙ্গে নীরবতা।
এই খানেতে প্রানের পরশ
এই খানেতেই ভালোবাসা…