একদিনে চার হাজার
মামলার নিষ্পত্তি,বীরভূমে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার পাহাড় কমাতে সারাদেশ জুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত।সেই হিসেবে শনিবার সারা দেশের সঙ্গে বীরভূমের সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। এদিন সারা জেলার ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, টেলিফোন, ইলেকট্রিক বিল, মোটর দূর্ঘটনা, পুলিশ কেস সহ
মোট চার হাজার মামলার নিষ্পত্তি হয় এবং সাড়ে সাত কোটি টাকা আদায় হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। একদিনের মধ্যে এতগুলো মামলার নিষ্পত্তি হওয়াই স্বভাবতই আদালতের বিচারক থেকে বাদী বিবাদী সব পক্ষই খুশি ব্যাক্ত করেন।উল্লেখ্য ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশানুযায়ী প্রতি তিন মাস অন্তর সমগ্র দেশব্যাপী সমস্ত আদালতেই লোক আদালত অনুষ্ঠিত হয়। সেই মোতাবেক শনিবার বীরভূম জেলার তিনটি মহকুমা আদালতেই লোক আদালত অনুষ্ঠিত হয়।বীরভূমের তিনটি মহকুমা আদালতে মোট ২৫ টি বেঞ্চ বসে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানা যায়।
এদিন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান তথা জেলা জজ আরতি শর্মা রায় ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পণা রায় লোক আদালতের বিভিন্ন শিবিরগুলি তদারকি করেন।একান্ত সাক্ষাৎকারে লোক আদালত সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সহ বিস্তারিত বিবরণ দেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পণা রায়।