একটি গাছের মাধ্যমে মৃত মায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে অভিনব উদ্যোগ ছেলের।
ভাতারের আলিনগরে মায়ের স্মৃতির উদ্দেশ্যে দোওয়ার মজলিস ও চারা গাছ বিতরণ।
জানা গেছে পূর্ব বর্ধমানের ভাতারের আলিনগর এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম। পেশায় সাংবাদিক। শারীরিক অসুস্থতার কারণে মাসখানেক আগে তাঁর মা রিজিয়া বেগম ৬৫ বছর বয়সে মারা যান। ধর্মীয় রীতি মেনে মায়ের আত্মার শান্তি কামনায় রবিবার বাড়িতে দোওয়ার মজলিসের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজন ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। এদিন খাওয়া-দাওয়া শেষ অতিথিদের হাতে একটি করে চারাগাছ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। সাংবাদিক আমিরুল ইসলাম বলেন, উপরওয়ালার ইচ্ছায় মা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই মায়ের স্মৃতির উদ্দেশ্যে গাছ বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শতাধিক অতিথিদের হাতে একটি করে চারাগাছ প্রদান করা হয়। এই গাছের মাধ্যমে গর্ভধারিনী মা বেঁচে থাকবেন এই জগতে। ছেলের এই উদ্যোগকে প্রশংসা করেছেন আমন্ত্রিত অতিথিরা। তাদের দাবি, গাছ বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অন্যদিকে ছেলের ইচ্ছা অনুযায়ী গাছের মধ্য দিয়ে বেঁচে থাকবেন তাঁর মা।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট ।










