এই প্রথম গ্ৰামের যুবকদের ফুটবল খেলাতে রেফারি করতে এলেন এক মহিলা।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রাম সিধু কানু স্মৃতি সংঘের পক্ষ থেকে বুধবার,দুইদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হলো নন্দীগ্রামের আদিবাসীপাড়ার ফুটবল মাঠে। এই ফুটবল খেলা করে আদিবাসী খেলোয়াড়রা। ফাইনাল খেলা হয় শিবপুর ৭স্টার ক্লাব ও অনিল একাদশ ক্লাব। শিবপুর ৭স্টার ক্লাব ১-০গোলে অনিল একাদশ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নন্দীগ্রামের আদিবাসীপাড়ার ফুটবল মাঠে রেফারি করতে দেখা গেলো এক মহিলাকে। ওই মহিলার নাম হলো হামিরা আনসারী বাড়ি গুসকরা। শিবপুর ৭স্টার ক্লাব বিজয়ী ট্রফি ও ২০হাজার টাকা জয়লাভ করে। অনিল একাদশ ক্লাব বিজিত ট্রফি ও ১৫হাজার টাকা পাই। এই খেলা দেখতে বহু মানুষ মাঠে হাজির হয়েছিল।