কলকাতায় প্রথমবার নন্দলাল বসুর আঁকা, মহাভারতের সিরিজ নিয়ে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে চিত্রকূট আর্ট গ্যালারিতে। সমগ্র প্রদর্শনী জুড়ে ফুটে উঠেছে মহাভারতে চিত্র। প্রদর্শনীটি চলবে ১০ মে থেকে ৩০ শে মে পর্যন্ত। চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদারের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ঘুরে দেখার সময়সীমা দুপুর ৩ তে থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। প্রদর্শনীতে রাখা হয়েছে নন্দলাল বসুর আঁকা ৩০ টি ছবি। মহাভারতের এই ছবি গুলি ১৯৩০ সাল থেকে ১৯৪০ সালে আঁকা হয়।

Leave a Reply