Spread the love

সালানপুর ব্লক এর উন্নয়ন মূলক কাজের তালিকা দিতেই ব্লক তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন

কাজল মিত্র :-সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর তরফে মঙ্গলবার সালানপুর ব্লক তৃণমূলের কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয় ।যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাপরিষদ এর করমাধ্যক্ষ মহম্মদ আরমান ,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ,সমিতির সভাপতি বিদ্যুৎ মিশ্র ।এদিন এই সাংবাদিক বৈঠকে সালানপুর ব্লকের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নমূলক কাজের খতিয়ান পেশ করেন ।এদিন জেলাপরিষদ এর করমাধ্যক্ষ মহম্মদ আরমান জানান
জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি ,গ্রাম পঞ্চায়েত , বিধায়ক তহবিল এবং সংসদ তহবিলের আওতায় এই ব্লকে বহু কাজ হচ্ছে ।একই সাথে এই কাজের সঙ্গে এডিডিএ , পিডব্লুডি – ও যুক্ত রয়েছে ।
এই ব্লকের এগারোটি পঞ্চায়েত এর উন্নয়ন মূলক কাজ গুলি জানানো হয় যেমন রাস্তা, জল, স্ট্রিটলাইট, ড্রেন সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে তার বিশদ তথ্য জানানো হয় । একই সাথে যেসব এলাকায় এখনো পানীয় জল সমস্যার রয়েছে তা খুব শীঘ্রই সমাধান হায়েযাবে ।এদিন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি জানান খুব শীঘ্রই এই এলাকায় প্রশাসনের তরফে সর্ববৃহৎ জল প্রকল্প তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে । এজন্য সালানপুর ব্লকে দু’লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন একটি ওভারহেড ট্যাংক হিন্দুস্তান কেবলস সংলগ্ন মালবহালে এবং ৫৬০০০ গ্যালন ক্ষমতা সম্পন্ন বাঁশকেটিয়ায় আর একটি উচ্চ জলাধার তৈরি করা হচ্ছে ।কল্যানেশ্বরী থেকে পাতা হচ্ছে নতুন পাইপলাইন।দেন্দুয়ার রামডিতে গড়ে তোলা হচ্ছে ‘ আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ।এগুলির কাজ দ্রুত শেষ করে সালানপুর ব্লকের জল – সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা হবে বলে জানান সকলের।তাছাড়া এদিন জানানো হয় সারাদেশে অসহনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের তরফে ৫ ও ৬ জুন এ রাজ্যের প্রতিটি ব্লকে , পঞ্চায়েতে , বুথে প্রতিবাদ মিছিল করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *