Spread the love

উদয় শঙ্কর, অমলা শঙ্কর ও আনন্দ শঙ্কর স্মরণে আনন্দধারা আয়োজিত শ্রদ্ধা’২৪

সেখ সামসুদ্দিন, ৬ জানুয়ারিঃ উদয় শঙ্কর, অমলা শঙ্কর ও আনন্দ শঙ্কর স্মরণে আনন্দধারা আয়োজিত শ্রদ্ধা’২৪ অনুষ্ঠান করা হয় কৃষ্টি প্রেক্ষাগৃহে। আনন্দধারার ছাত্রছাত্রীরা উদ্বোধনী নৃত্য পরিবেশনের পর প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রধান অতিথি বিশিষ্ট ভারতনাট্যম শিল্পী ডঃ অর্কদেব ভট্টাচার্য্য সহ বিভিন্ন নৃত্য সংস্থার পরিচালকমন্ডলী এবং সহযোগিতা করেন আনন্দধারার অন্যতম কর্ণাধার মিনতি চোঙদার। পরে নৃত্য পরিবেশন করে নান্দনিক, নৃত্যালয়া, হৃদমাঝারে, আমাদপুর নৃত্যাঙ্গন, নিক্কন ও মঞ্জিরনৃত্যালায় এর ছাত্রছাত্রীরা। প্রথম পর্বের এই ছয়টি সংস্থার পরিচালকদের হাতে স্মারক প্রদান করেন প্রধান অতিথি ও মিনতি চোঙদার। দ্বিতীয় পর্বে নৃত্য পরিবেশন করে গান্ধর্ব নৃত্যকুঞ্জ, বীণাপাণি ডান্স একাডেমী, সুশ্রী ও নৃত্যোদয় সংস্থার ছাত্রছাত্রীরা এবং এই চারটি সংস্থার পরিচালকদের হাতে স্মারক সম্মান তুলে দেন। একই সঙ্গে আলোক, শব্দ যন্ত্র পরিচালকদের ও সঞ্চালিকাকেও সম্বর্ধনা দেওয়া হয়। এদিন ডঃ অর্কদেব ভট্টাচার্য্য আনন্দধারার পরিচালক সৈকত চোঙদারের ভূয়সী প্রশংসা করেন ও পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমী গঠনের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা শাখার দায়িত্ব গ্রহণের জন্য তাকে আহ্বান জানান। আনন্দধারার কর্ণাধার মিনতি চোঙদার বলেন সকলকে নিয়ে একসাথে চলার লক্ষ্যেই আজকের এই মঞ্চে আনন্দধারার আয়োজন এবং এলাকার নৃত্য সংস্থাগুলি এগিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *