উত্তেজনা পাত্রসায়েরে।ধর্ষনের পর খুনের অভিযোগে প্রহারে মৃত্যু যুবকের ।
সাধন মন্ডল বাঁকুড়া:-
বাঁকুড়া ১৮ জুন:-এক নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং প্রমাণ লোপাট এর চেষ্টার অভিযোগে গ্রামবাসীরা ওই যুবককে ধরে বেদম প্রহার করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তার চিকিৎসার জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকার একটি গ্রামে মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে খবর বিষ্ণুপুর জেলা হাসপাতালে রাতের দিকে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, লালু প্রসাদ লোহার নামে এক মদ্যপ যুবক তারই প্রতিবেশী দশ বছরের নাবালিকাকে গলায় জামা ছিড়ে ফাঁস দেওয়া মৃত অবস্থায় সন্ধ্যার দিকে কাঁধে করে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। গ্রামবাসীরা দেখে ফেলায় তাকে ধরে মারধর শুরু করে। পরে দেখা যায় একটি গর্ত খুঁড়ে রাখা হয়েছিল গভীর ঝোপের মধ্যে,পাশেই একটি কোদাল ছিল। গ্রামবাসীদের অনুমান ধর্ষণ করার পর ওই যুবক মেয়েটির জামা ছিড়ে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করেছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না পেলে কিছুই বলা যাবে না। মৃত যুবকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যায়। এই ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে পুলিশ সতর্ক রয়েছেন।