উত্তর অবসর ভাবনাগুলি

বিনায়ক বন্দ্যোপাধ্যায়

১.
মেঘ সরে যেতেই
যেমন সূর্যের দেখা পাই
অনেকদিন পর তোমার গলা শুনে
একই অনুভূতি হয়।

২.
তোমার জন্য
কালকের অপেক্ষায়
মনে হয় কালের অগস্তা যাত্রা…

৩.
মনে ছিল কত কথা
ভেবেছিলাম কথা হলেই তুবড়ির মত ফুটবো
কিন্তু বাস্তবে দেখলাম
আমি এক
মেয়ানো শলতে যেন।

৪.
যা চাই
বলতে পারি না
যা বলি
তোমাকে হারানোর ভয়ে।

৫.
চরম হতাশায় ভাবি
কেন এলে জীবনে?
নিশ্চিত জানি
না এলে, জীবন অপূর্ণ থেকে যেতো।

৬.
আশায় থাকি
আবার সূর্য উঠবে
যদি বাঁশি আর না বাজে
রৌদ্র স্নাত তো হয়েছিলাম।

৭.
আজ আমি এক জীবন্ত রোবট
সব করে চলেছি
শুধু হৃদয় আর মস্তিষ্কের অনুপস্থিতিতে

৮.
মন সর্বদাই খোঁজে ছোটে
তোমাকে
প্রকাশ পায় না
হারাবার ভয়ে

৯.
প্রতিমা দর্শনে ছুটে ফিরি
এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে
কিন্তু আমার শক্তি আছে অন্য কোথাও অন্য কোনখানে

১০.
এতবার ইচ্ছা হয়
একটার পরে আরেকটা
তবুও শেষ পর্যন্ত মেনে চলি
তারই ইচ্ছা।

Leave a Reply