সঞ্জয় হাল্দার,
উত্তরবঙ্গে বদলি হলেন হুড়া ও বলরামপুরের বিএলআরও
জেলাশাসকের পর এবার বদলি করা হল হুড়া এবং বলরামপুরের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের। শুক্রবারই রাজ্যের স্পেশাল সেক্রেটারি এস. প্রবীণ এই নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় অনুযায়ী হুড়ার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক অনুপম ভট্টাচার্যকে উত্তর দিনাজপুরের অ্যাসিস্ট্যান্ট এল এ ও পদে বদলি করা হল এবং বলরামপুরের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সজল মালাকারকে কোচবিহারের অ্যাসিস্ট্যান্ট এল এ ও পদে বদলি করা হল। ১০ জুনের মধ্যেই নির্দেশিত পদে দায়িত্ব গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর।