Spread the love

উত্তরবঙ্গে অসহায় মানুষের মাঝে ভালোবাসার টানে স্বর্ণদীপ টিম

সেখ সামসুদ্দিন, ১৬ ডিসেম্বরঃ মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে তাদের সেবার করার টানে কোচবিহারে গ্রাম গঞ্জের বিভিন্ন এলাকায় বিনামূল্যে হেলথ ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনে স্বর্ণদীপ স্বেচ্ছাসেবী সংস্থা। সহযোগিতা করেন ‘কুমারগঞ্জ চৌপথি পঞ্চানন ক্লাব’, ‘নাজিরহাট বর্ণ পরিচয় ক্লাব’, ‘নবজীবন স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন’, ‘বনানী সংঘ’, ‘পঞ্চরঙ্গী যুব সংঘ পাঁচ মাথা’ এবং ‘উত্তরবঙ্গ কোচবিহার’। এই শিবিরে বিনামূল্যে ওষুধ প্রদান, বিনামূল্য ব্লাড সুগার, ব্লাড প্রেসার পরীক্ষা ছাড়াও কিছু বয়স্ক অসহায় মায়েদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এখানে ১২৫০ জন মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে একটাই কথা এরকম শিবির যেন বারবার আয়োজন করা হয়, তার সুব্যবস্থার দাবি করছেন। স্বর্ণদীপ টিম জানান যথাযথ চেষ্টা করবে কথা রাখার জন্য। আরও জানান এই এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে হেল্থ ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবির আরও আয়োজন করতে
সকলের সহযোগিতা একান্ত কাম্য। স্বর্ণদীপ টিম মানুষের সাথে মানুষের পাশে, যে কেউ চাইলে সাধ্য মতো মানুষের পাশে থাকতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *