উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভের অনুমতি হাইকোর্টের,

ওয়াসিম বারি , 

বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিষয়ক মামলা উঠে।এদিন এই মামলায়  কলকাতা হাইকোর্টের ভর্ত্‍সনার মুখে পড়লেন বিক্ষোভে অনুমতি চাওয়া আবেদনকারীরা ।এদিন  মামলাকারীদের ভৎসর্না করে বিচারপতি শম্পা সরকার এজলাসে জানান , ‘-  সিটি অফ জয়, সিটি অফ ডেমনস্ট্রেশন-এ রূপান্তরিত হতে পারে না।’ সম্প্রতি উচ্চ প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধি, দুর্নীতি-সহ একাধিক বিষয়ে অবস্থান-বিক্ষোভ করতে চেয়ে কলকাতা পুলিশের অনুমতি চেয়েছিলেন বেশ কয়েকজন । পুলিশের অনুমতি না মেলায় অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়। মামলা করেন উচ্চ-প্রাথমিকের চাকরীপ্রার্থী শম্পা বিশ্বাস ।রানি রাসমণি, মেট্রো চ্যানেল অথবা মাতঙ্গিনী মূর্তির পাদদেশ, শহরের এই তিন জায়গার মধ্যে যেকোনও একটি জায়গায় বিক্ষোভ সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে মামলা করেন তিনি। এদিন এই মামলার শুনানি চলাকালীনই শহরে বিক্ষোভ সমাবেশ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন বিচারপতি শম্পা বিশ্বাস।এজলাসে বিচারপতি  জানান , – “আজকাল শহরে সবাই অবরোধ করতে চায়। শহর সিটি অফ জয়ের বদলে সিটি অফ অবস্থা ডেমনস্ট্রেশন হচ্ছে। এটা মানা যায় না।”পাশাপাশি, তিনি আরও বলেন, “এভাবে কি চাকরি পাওয়া যায়? হাইকোর্টে মামলা হয়েছে। বিষয়টি সেখানে সমাধান হবে। এভাবে বিক্ষোভ করে কী লাভ?” যদিও পরে মাতঙ্গিনী মূর্তির নীচে অবস্থান বিক্ষোভ করার জন্য উচ্চ-প্রাথমিক চাকরিপ্রার্থীদের শর্তসাপেক্ষে  অনুমতি দেওয়া হয়েছে। মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালের জন্য সভা করার অনুমতি দেওয়া হয়েছে। । উল্লেখ্য, কলকাতা পুলিস প্রথমে এই অবস্থান বিক্ষোভের অনুমতি দেয়নি। পরবর্তীতে অনুমতি না মিলতেই হাইকোর্টে দায়ের হয় মামলা।বুধবার শর্তসাপেক্ষে অনুমতি দেয় উচ্চ আদালত।

Leave a Reply