“উই স্যাল ওভার কাম”
প্রদীপ বাগ
পূর্ণিমার চাঁদ একথালা জ্বলন্ত অঙ্গার ব্যঙ্গ করে ক্ষুধাকে আকাশের বুকে,
সোমালিয়া,কেনিয়া দু’পার বাংলার প্রত্যন্ত গ্রামে কর্মঠ ক্ষুধার্ত মানুষকে দেখে দূরের তারারাও মিটিমিটি হাসে।
কিসের অভাবে জীবন যন্ত্রণায় এভাবে তিলতিল করে অনাহারে দগ্ধে দগ্ধে মরো?
মুখের গ্রাস কেড়েছে যারা করেছে ঘরবাড়ি ছাড়া তারা তো হাতেগোনা মুষ্টিমেয় মাত্র!!
মরন মুখী জনজোয়ারের বিশাল তরঙ্গ তীব্রতায় আছড়ে পড় সুখের ঐ রাজপ্রাসাদে,লাগবেনা কাজে ওদের অর্থ ভোঁতা হয়ে যাবে সব অস্ত্র।
আলো জল বাতাসে প্রকৃতিতে সৃষ্টি সবাই তবু ধর্মের নামে রাজনীতির কৌশলে ভাই-ভাইয়ে বিভাজন,
পকেট ভর্তি করে মেষপালকের নেতা দাঁতে কাঠি দিয়ে দুর থেকে মজা মারে।
সুরা নারী সিংহাসন সাত পুরুষের মৌরশীপাট্টা খাঁজে খাঁজে টাকার পাহাড় ধনসম্পদ গাড়ি বাড়ির ছড়াছড়ি,
অন্ধা নাগরি চৌপাট রাজা মিডিয়ায় ছবির ছয়লাপ- মুখোশের আড়ালে সত্যের অপলাপ জনগণের সেবক জোড়হস্তে প্রণাম করি!!
কথায় কথায় ককটেল পার্টি বিরোধী গোষ্ঠীর বুকে মাথা রেখে আলোআঁধারিতে যায়না চেনা!!
সব রসুনের কোয়া বাঁধা এক ঝুঁটিতে গট আপ গেমে জনগণকে বোকা বানানোর বাহানা।
ডাস্টবিনে খাবার নিয়ে কুকুরে মানুষের কাড়াকাড়ি দিকে দিকে খাবারের জন্য একজোট হতে পারি-পারিনা নতুন প্রভাতের খোঁজে,
আঁধারের শেষে কারা যেন দেশাত্মবোধক গান গায় “উই স্যাল ওভার কাম”-“উই স্যাল ওভার কাম সাম ডে…….”