ঈদ ও রামনবমী উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের রুট মার্চ লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রবিবার সন্ধ্যা ছয়টা বাজতেই ইফতার করার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে সবার নজর। ঈদের চাঁদ দেখা দেয় কিনা তা নিয়ে সবার কৌতূহল। পশ্চিমাকাশে একফালি সরু চাঁদ দেখা মাত্রই আনন্দে মেতে ওঠে মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
দীর্ঘ একমাস কেয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর তথা ঈদ। পাশাপাশি রামনবমী ও পালন করা হবে। সেই প্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এমনকি গ্রামে গ্রামে চলছে পুলিশের রুট মার্চ। অনুরূপ লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এর তৎপরতায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে লোকপুর থানার প্রতিটি পাড়া থেকে গ্রাম, বাজার প্রভৃতি এলাকায় রুট মার্চ শুরু হয়। পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হয় প্রাথমিক আলোচনা সভা। পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে তথা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয় পাড়া বৈঠকে। সেই সাথে ডিজে বক্স বাজানো নিষিদ্ধ একথাও স্মরণ করিয়ে দেওয়া হয় প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক বার্তা ছড়ানো হয়।খুশির উৎসব ঈদকে ঘিরে আনন্দ করতে গিয়ে যেন নিরানন্দ ডেকে না আনে তার জন্য সকলের কাছে আহ্বান জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।এও জানান জেলা যে হাইকোর্টের নির্দেশ অনুসারে ডিজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।তাই কোথাও ডিজে বাজানো চলবে না। খুশি মানাতে গিয়ে ছোট ছোট বাচ্চারা হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। যার ফলে অনেক পরিবারে আনন্দের দিনে নিরানন্দ বয়ে আনে। সেখান থেকে বিরত থাকার কথা বলা হয়। সর্বপরি ঈদ ও রামনবমী উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।