“সেভ ট্রি, সেভ ওয়ার্ড”, এই গ্রুপের উদ্যোগে ভাতার ব্লকের বিভিন্ন জায়গায় পালিত হলো সবুজ ঈদ গাছ লাগানোর মাধ্যমে সোমবার নটা পর্যন্ত এলাকার বিভিন্ন ঈদগাহে ও গোরস্থানে লাগানো হলো এক হাজার গাছ।

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক জুড়ে সবুজ ঈদ পালন করলো “সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড” এর সদস্যরা।
ভাতার ব্লকের বিভিন্ন গ্রামের ঈদগাহে ও গোরস্থানে তারা ঈদের নামাজ পড়ে বিভিন্ন ধরনের ফলের গাছ ও অন্যান্য গাছ রোপণ করে।
সবুজ উন্নয়নের বার্তা দেন আজ এই পবিত্র ঈদের দিনে।

তাদের উদ্যোগে খুশি আগত ঈদের নামাজ পড়তে আসা সমস্ত মানুষজন।

ভাতার ব্লকের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রজাতির ১০০০ গাছ লাগানো হয় আজ অর্থাৎ সোমবার পবিত্র ঈদের দিনে।

গ্রুপের এক সদস্য জামিরুল ইসলাম জানান যে, আমরা এই বর্ষার সময়ে ভাতার ব্লকে প্রায় এক লক্ষ গাছ রোপন করে নজির গড়বো।
আর আমাদের এই কর্মসূচিকে সফল করছে ভাতারের সাধারণ মানুষ তারা দারুণভাবে উৎসাহ যোগাচ্ছে। পাশাপাশি প্রশাসনও দারুন হেল্প করছে।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply