শুভ ঘোষ,
আজ ইন্ডিয়া অটিজম সেন্টার কর্ণধার.. সুরেশ কুমার সমানির হয়ে দুই প্রতিনিধি আজকে দমদম পার্ক সানসাইন অটিজম কেয়ার এবং সাউথ ক্যানাল রোড প্রদীপ সেন্টার অফ অটিজম এই দুটি স্বেচ্ছাসেবী সংস্থা বাচ্চাদের সাথে সময় কাটাতে পেরে খুবই উনারা খুবই আনন্দিত। ওয়ার্ল্ড অটিজম উপলক্ষে অটিস্টিক ব্যক্তিদের দৈনন্দিন সুবিধে ও অসুবিধে সবার সামনে তুলে ধরতে এবং অটিজম সংক্রান্ত বিভিন্ন রকম আলোচনায় সবাইকে সচেতন করতে পরক্ষ্য ভাবে যুক্ত।
বর্তমানে এবং ভবিষ্যতে এই সমস্ত সংস্থা গুলির হাত ধরে IAC অটিজম সংক্রান্ত সার্বিক সচেতনতা স্বপ্ন বাস্তবায়িত করতে চায়। এই স্বপ্নকে সফল্য করাটাই আমাদের মূল উদ্দেশ্য। autistic ব্যক্তি এবং তাদের পরিবারদের জন্য সার্বিক উন্নয়ন প্রদান করে তাদের গুণমান জীবন এর অধিকারী করাটাই আমাদের মূল উদ্দেশ্য।