ইন্ডিয়ান ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অলিম্পিয়াড ২২-২৩ এ জাতীয় সম্মান পেল শ্রী চৈতন্য টেকনো স্কুল

পারিজাত মোল্লা ,

ইন্ডিয়ান ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অলিম্পিয়াড (সংক্ষেপে আই এন টি এস ও) ২০২২-২৩ এর মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ছাত্র ছাত্রীদের প্রখর মেধা ও অধ্যবসায়ের ঔজ্জ্বল্যে শিক্ষাজগতের আঙিনায় এক অসামান্য দৃষ্টান্ত স্থাপন করলো শ্রী চৈতন্য টেকনো স্কুল (কলকাতা বিভাগ)।
সারা ভারতবর্ষের একাধিক বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে এই পরীক্ষায় সেরার সেরা পুরস্কার অর্জন করেছে শ্রী চৈতন্য টেকনো স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাগ্নিক দাস। এছাড়াও মোট তিন জন ছাত্র প্রথম পুরস্কার, একজন ছাত্র দ্বিতীয় পুরস্কার, এবং চারজন ছাত্র তৃতীয় পুরস্কার প্রাপকের সম্মানে ভূষিত হয়েছে। এছাড়া এই বিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রী মেধা-পুরস্কার অর্জন করে বিদ্যালয়ের গরিমা বৃদ্ধি করেছে।
শ্রী চৈতন্য টেকনো স্কুলের এ জি এম, শ্রী রবি কিরণ ছাত্র ছাত্রীদের এই অসাধারণ সাফল্যে অত্যন্ত আনন্দ প্রকাশ করে বলেছেন, “ ছাত্র ছাত্রীদের এই সাফল্যে আমরা গর্বিত শুধু নয়, আপ্লুত। এই সাফল্যের পিছনে রয়েছে শিক্ষক- শিক্ষিকাদের কঠোর পরিশ্রম ও ছাত্র ছাত্রীদের পরিবারের সহযোগিতা। আমরা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং তাদের আগামী দিনের যাত্রাপথের জন্যে রইল অনেক শুভেচ্ছা”। স্কুলের একাডেমিক ডিরেক্টর শ্রীমতী সীমা বোপান্না সকল বিজয়ী ছাত্র ছাত্রীদের তাঁর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শ্রী চৈতন্য টেকনো স্কুল (কলকাতা) শাখার সমস্ত অধ্যক্ষ-অধ্যক্ষাগণ ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের আশীর্বাদ ও অভিনন্দন জানিয়েছেন।
শ্রী চৈতন্য টেকনো স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষামহলে সাড়া জাগানো এই উজ্জ্বল সাফল্য নিঃসন্দেহে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে শিক্ষার প্রতি একাগ্রতা ও নিষ্ঠার মূর্ত প্রতীক করে তুলেছে।

Leave a Reply