ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর জাতীয় সম্মেলন

সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারিঃ ইণ্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের ন্যাশনাল কনফারেন্স ৮ জানুয়ারি হতে ১০ জানুয়ারি পর্যন্ত শুরু হয়েছে তেলঙ্গানার হায়দ্রাবাদে। তেলেঙ্গানা জার্নালিস্ট ইউনিয়নের সহযোগিতায় ও ব্যবস্থাপনায় পাঠানচেরুর জি এম আর কনভেনশন হলে কল্যাণাম কক্ষে ১৭ টি রাজ্যের প্রতিনিধিদের নিয়ে চলছে কনফারেন্স। পশ্চিমবাংলার ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান ইউনিট থেকে আট জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন, যার মধ্যে আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য কমিটির সহ-সভাপতি তারকনাথ রায়, রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক, জয়ন্ত দত্ত, আমিনুর রহমান এবং জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী, কোষাধ‍্যক্ষ্ সেখ সামসুদ্দিন, সদস্য রাম কুন্ডু ও অতনু হাজরা। পশ্চিমবাংলা ইউনিট ট্রেন দেরি থাকায় প্রথম ফেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। দ্বিতীয় ফেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দ্বিতীয় ফেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার হোম মিনিস্টার মহঃ মেহমুদ আলী সহ আই জে ইউ এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৭টি রাজ্যের জাতীয় কমিটির প্রতিনিধিবৃন্দ। টি জে ইউ -এর ব্যবস্থাপনায় মহাসমারোহে চলছে সাংবাদিকদের জাতীয় সম্মেলন।

Leave a Reply