ইনসাফ যাত্রা” উপলক্ষ্যে মোটর সাইকেল র‍্যালি

সেখ সামসুদ্দিন, ১৯ নভেম্বরঃ কোচবিহার থেকে কলকাতা ইনসাফ যাত্রা” উপলক্ষ্যে মেমারি – ১(প:) এরিয়া কমিটির যুব সংগঠনের পক্ষ থেকে মোটর সাইকেল র‍্যালি করা হয় মেমারির বিভিন্ন এলাকায়। মেমারি শহরের চকদিঘী মোড়ের সিটু অফিসে সামনে থেকে শুরু করে কেন্না, চাঁচাই, মহেশডাঙ্গা, দলুইবাজার, রসুলপুর, কেজা, আমাদপুর হয়ে মেমারিতে শেষ হয়। মেমারি – ১(প:) এরিয়া কমিটির বাম যুব সংগঠনের সম্পাদক তন্ময় মন্ডল জানান রাজ্যে দুর্নীতিতে যুক্ত দোষী নেতা মন্ত্রীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে, বেকারদের চাকরীর দাবি সহ অন্যান্য দাবিতে এই ইনসাফ যাত্রা শুরু করা হয়েছে, মেমারিতে পৌঁছাবে ২৪ নভেম্বর। ঐদিন মেমারি শহর পরিক্রমা করে মেমারি চকদিঘী মোড়ে একটি সভা করা হবে।

Leave a Reply