ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য শিবির

সেখ সামসুদ্দিন, ২১ ডিসেম্বরঃ সামাজিক দায়িত্বে আয়োজিত হয় ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য শিবির। শরণ্যা মাল্টিস্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। বৃহস্পতিবার সকালে কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে এই শিবিরে লম্বা লাইন পড়ে। ১২০ জনের চেক আপ করার পরে নাম নেওয়া বন্ধ করতে হয়। এর পরেও অনেক আগ্রহী মানুষ আসেন। স্বাস্থ্য শিবিরে সাংবাদিক ছাড়াও কোর্ট কম্পাউন্ডের শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়। ড্রাইভার, ল-ক্লার্ক, টাইপিস্ট, সরকারি কর্মী, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, রিক্সাওয়ালা, দোকানদার, হকার সবাই আসেন। হাসপাতাল কতৃপক্ষ জানান এই সাফল্য তাদের উদ্বুদ্ধ করেছে।
এদিনের শিবিরে উপস্থিত হয়েছিলেন অনেক বিশিষ্ট মানুষ।
স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,
বিধায়ক খোকন দাস, পুরপ্রধান
পরেশ সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সন্তোষ সাহা শিকদার, মহিন্দর সিং সালুজা, শরণ্যার পক্ষে শুভদীপ দত্ত এবং আই জে এ’ র রাজ্য সহ-সভাপতি তারকনাথ রায়। জেলা কমিটির পক্ষে সভাপতি স্বপন মুখার্জী ধন্যবাদজ্ঞাপন করেন। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির পক্ষে জগন্নাথ ভৌমিক ; আমিনুর রহমান ; জয়ন্ত দত্ত; সাংবাদিক পার্থ চৌধুরী, সোমনাথ ভট্টাচার্য সহ জেলা শাখার সদস্যেরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সারা বছর সাংবাদিকদের স্বার্থে কর্মসূচি পালন করে আসছে আই.জে. এ। আগামীদিনেও আরো কর্মসূচি রয়েছে। এদিনের শিবিরে ছিলেন এমারজেন্সি মেডিসিন চিকিৎসক ডাঃ অরিন্দম বিশ্বাস, অপটিমেট্রিস্ট তথা আই টেকনিসিয়ান শোভন গিরি, কার্ডিওলজিস্ট ডাঃ সম্পদ কুমার বড়াল, অর্থপেডিক সার্জেন ডাঃ জয়দীপ দাস, চেস্ট মেডিসিন ডাঃ সৌম্যদীপ ঘোষ, দন্ত চিকিৎসক ডাঃ স্থিতা দত্ত, ডায়েটিশান শ্রেয়সী নন্দী এবং ফিজিওথেরাপিস্ট সানবাজ আহমেদ প্রমুখ চিকিৎসা পরিষেবা দেন। এছাড়াও পালমোনারি ফাংশান টেষ্ট করেন ডাঃ সৌম্যদীপ ঘোষ, ই. সি. জি., অভিজ্ঞ টেকনিসিয়ান দ্বারা প্রেসার, সুগারের চেক আপও করা হয়। অনুষ্ঠানে সভাধিপতি, বিধায়ক, তথ্য ও সংস্কৃতি আধিকারিক, অধ্যক্ষ ও কর্মাধ্যক্ষরা সবাই এভাবে সবাইকে নিয়ে শিবির আয়োজনের অভিনবত্ব তুলে ধরেন তাদের বক্তব্যে। তারা শিবির ঘুরে দেখেন ও চেক-আপ করান। আই জে এ’ র জেলা কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষকে এভাবে সাড়া দেবার জন্য ধন্যবাদ জানান।

Leave a Reply