ইডির সমন কান্ডে সুপ্রিম কোর্টে আপাতত খারিজ অভিষেকের পিটিশন 

মোল্লা জসিমউদ্দিন
এবার সুপ্রিম কোর্টে আপাতত আইনী ধাক্কা খেলেন ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সোমবার দেশের সর্বোচ্চ আদালত নির্ধারিত মামলার শুনানির বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রীর জরুরি ভিক্তিক শুনানি শুনতে চায়নি। ইডি-র এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে রুজিরা বন্দ্যোপাধ্যায়  সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন,তা এদিন খারিজ করে থাকে সুপ্রিম কোর্ট। আদালত সুত্রে প্রকাশ  , সুপ্রিম কোর্টে মামলা করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পন্থায় এগোতে হয়। তবে অভিষেকের পক্ষে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল জানান, -‘ তিনি যখন এই মামলা শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রমনের বেঞ্চে মেনশন করতে যান, তখন তা রাখা হয়নি’। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘সোমবার দ্রুত শুনানির আর্জি সংক্রান্ত এই মামলা মেনশন করা যাবে না, আর শুনানিও হবে না’। মামলা গৃহীত না হওয়ার ফলে নির্দিষ্ট সময়েই ইডি দফতরে পৌঁছতে হয় অভিষক বন্দ্যোপাধ্যাকে। ইডির সমন পেয়ে গত রবিবারই অভিষেক দিল্লি পৌঁছে যান। তবে এই সমনের পিছনে যে বিজেপিরই চক্রান্ত রয়েছে, তা দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের সামনে আরও একবার জানিয়ে যান অভিষেক । কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেছেন তিনি।গত বছর সেপ্টেম্বর মাসেও দিল্লিতে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ম্যারাথন জেরা করা হয় তাঁকে।প্রায়  টানা ৮-১০ ঘণ্টা চলেছিল জেরা পর্ব। এরপরই ইডি সমন থেকে অব্যাহতি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন  অভিষেক। তবে অভিষেকের  পিটিশন খারিজ করে থাকে দিল্লি হাইকোর্ট । অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যম কে বলেন, “শুনানির পর তিন মাস রায় দান স্থগিত রাখা হয়েছিল। চার রাজ্যে নির্বাচনে বিজেপি জেতার পরই আমার পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে অভিষেক দিল্লি হাইকোর্টের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছেন।তবে সোমবার আপাতত ভাবে আইনী ধাক্কা খেলেও পুনরায় সুপ্রিম কোর্টের দারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে। 

Leave a Reply