সোমনাথ ভট্টাচার্য ,
আজ অর্থাৎ সোমবার দুপুরে দিল্লিতে ইডির মুখোমুখি হচ্ছেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত রবিবারই তিনি কলকাতার দমদম বিমানবন্দর থেকে দিল্লিতে পৌঁছেছেন।কয়লা ও গরু পাচার মামলায় সিবিআইয়ের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা ইডিও তদন্ত চালাচ্ছে।বেশ কয়েক দিন আগে ইডির তরফে দিল্লির দফরে হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী কে নোটিশ পাঠানো হয়েছিল।সেখানে অভিষেক পত্নী রুজিরা নারুলা জানিয়েদেন – তাঁর পক্ষে স্বল্প নোটিশে দিল্লি যাওয়া সম্ভব নয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন – সর্বদা যেকোনো তদন্তের জন্য তিনি সদা প্রস্তুত। গত রবিবার দমদম বিমানবন্দরে অভিষেক বলেন – ‘ আমি আগেও বলেছি আমার পেছনে ইডি সিবিআই লাগানোর দরকার নাই।দশ পয়সার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে, ফাসির মঞ্চে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি।আজও সেই একই কথা বলছি।যেকোনো তদন্তের সামনাসামনি হতে প্রস্তুত’। পাশাপাশি এও জানান তিনি – ‘ যারা টাওয়ালে হাত মুড়ে টাকা নিয়েছেন, টিভিতে দেখা গেছে।অথচ চার্জশিটে তাদের নাম নেই’। এরপর তিনি বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতির নানান ঘটনাবলী তুলে ধরেন সাংবাদিকদের কাছে।