ইডির বিরুদ্ধে মেনকা গম্ভীরের আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টে 

সোমনাথ ভট্টাচার্য

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে খারিজ হলো মেনকা গম্ভীর এর দায়ের করা ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয়, -‘ ইডি বা অভিবাসন দফতর ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননার মতো কোনও কাজ করেনি’। ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর শ্যালিকা  মেনকা  গম্ভীর যে মামলা করেছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে তাতে গত বৃহস্পতিবার সকালে ইডিকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছিল। সেখানেই ইডির আইনজীবী এসভি রাজু জানিয়েছেন -‘ সেদিন বিমানবন্দরে যা হয়েছিল তাকে আদালত অবমাননা বলা যায় না’।সেই বক্তব্য জানার  পর এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, -‘ কেন্দ্রীয় তদন্তকারী দল আবেদনকারীকে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনা কোনওভাবেই ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা নয়। যদি মামলাকারী মামলা চলাকালীন বিদেশে যেতে চান তবে আলাদা করে মামলা করতে হবে’।উল্লেখ্য,  গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার বিমান ধরতে কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন  মেনকা। একটি নির্দিষ্ট মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল ইডি। বোর্ডিংয়ের সময়েই মেনকাকে জানানো হয়, তিনি শহর ছাড়তে পারবেন না। তারপর বিমানবন্দরের একটি ঘরে অভিবাসন দফতরের আধিকারিকরা অভিষেকের শ্যালিকাকে দু’ঘণ্টা আটক করে রাখে বলে অভিযোগ।অভিষেকের শ্যালিকার তরফে আদালতে বলা হয়, -‘ দু’ঘণ্টা তাঁকে যে ভাবে আটকে রাখা হয়েছিল তাও একধরনের কড়া পদক্ষেপ। এটা আদালত অবমাননার সমান’। তার পরই ইডির বিরুদ্ধে মামলা দায়ের করেন মেনকা। এদিন সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট।শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে ইডির বিরুদ্ধে মেনকার আদালত অবমাননা মামলায় রায় ঘোষণা হয়।গত বৃহস্পতিবার  কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি পর্বে ইডির আইনজীবী ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের  সাথে  বিমানবন্দরে যা হয়েছিল তা ঠিক হয়নি বলে তা  আদালতে স্বীকার করলেন  । মেনকা  গম্ভীর যে মামলা করেছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে তাতে বৃহস্পতিবার  ইডিকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছিল।সেখানেই ইডির আইনজীবী এসভি রাজু এই স্বীকারোক্তি করেছেন। তবে সেদিন বিমানবন্দরে যা হয়েছিল তাকে আদালত অবমাননা বলা যায় না বলে ওইদিন এজলাসে দাবি করেছে ইডি।গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার বিমান ধরতে কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন মেনকা গম্ভীর । একটি নির্দিষ্ট মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল ইডি। বিমানবন্দর বোর্ডিংয়ের সময়েই মেনকাকে জানানো হয়, তিনি শহর ছাড়তে পারবেন না। তারপর বিমানবন্দরের একটি ঘরে অভিবাসন দফতরের আধিকারিকরা অভিষেকের শ্যালিকাকে দু’ঘণ্টা আটক করে রাখে বলে অভিযোগ।মেনকা আদালতের কাছ থেকে আগেই আইনী রক্ষাকবচ নিয়ে রেখেছিলেন। আদালতের নির্দেশ রয়েছে কয়লা পাচার মামলায় তাঁর বিরুদ্ধে কঠিন কোনও পদক্ষেপ করতে পারবে না কোনও কেন্দ্রীয় এজেন্সি। এই নির্দেশকে সামনে রেখে  ইডি ও অভিবাসন দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন মেনকা।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার তরফে আদালতে বলা হয়, -‘ দু’ঘণ্টা তাঁকে যে ভাবে আটকে রাখা হয়েছিল তাও একধরনের কড়া পদক্ষেপ। এটা একপ্রকার আদালত অবমাননা’।ওই ঘটনার পর ইডি দফতরে গিয়ে একদিন হাজিরাও দিয়েছিলেন মেনকা গম্ভীর । তাতে আবার সময় বিভ্রাটও ঘটেছিল। প্রথমে মেনকাকে নোটিস দেওয়া হয় রাত সাড়ে ১২টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার জন্য। তিনি পৌঁছলে দেখা যায় সিজিও কমপ্লেক্স শুনশান। ইডি অফিসে তালা ঝুলছে। পরে ইডি জানায় নোটিসে টাইপো হয়েছিল। পিএম লিখতে গিয়ে ভুল করে এএম লেখা হয়েছিল নোটিসে! শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে খারিজ হলো মেনকা গম্ভীর এর দায়ের করা ইডির বিরুদ্ধে আদালত অবমাননা মামলাটি।

Leave a Reply