ইছাবটগ্রামে  ‘ পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত  ধনীরাম টোটো কে সংবর্ধনা। 

কবিরুল ইসলাম  

সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ৩ নং চক্রের অধীনে  ইছাবটগ্রাম  অ: প্রা: বিদ্যালয়ে  টোটো ভাষার জনক পদ্মশ্রী  পুরস্কারপ্রাপ্ত শ্রী ধনীরাম টোটো  মহাশয়কে সংবর্ধনা দেওয়া হল।অন্যান্য অতিথিদের মধ্যে  ছিলেন বিশিষ্ট টোটো শিল্পী চারকিসিং টোটো ও দিলে টোটো।বিশিষ্ট অতিথিরা বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের সাথে জানা অজানা বিভিন্ন বিষয় তুলে ধরেন।এতে ছাত্র ছাত্রীরা খুব খুশি।ছাত্রছাত্রীরাও গান, আবৃত্তির মধ্য দিয়ে অতিথিদের বরণ করে।ইছাবটগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৌরভ বহড়া মহাশয় জানান -“

“মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় এর সৌজন্যে আমরা এক মহান মানুষের সংস্পর্শ লাভ করলাম, তাতে আমরা খুব গর্বিত ও আপ্লুত।বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানাই।”

Leave a Reply