ইচ্ছে
সোমা দেবনাথ দাস
ইচ্ছে করে নীল আকাশে পাখির মতো উড়তে,
ইচ্ছে করে মাছ হয়ে জলের মাঝে থাকতে।
ইচ্ছে করে ঝরনা হয়ে পাহাড় থেকে ঝরতে,
ইচ্ছে করে ময়ূর হয়ে পেখম মেলে ধরতে।
ইচ্ছে করে বৃষ্টি হয়ে আকাশ থেকে পড়তে,
ইচ্ছে করে শিশুর মত খিলখিলিয়ে হাসতে।
ইচ্ছে করে দুঃখী মানুষের দুঃখগুলো দূরে সরিয়ে দিতে,
ইচ্ছে করে সুখের বন্যায় তাদের একটু ভাসিয়ে নিতে।
ইচ্ছে করে হিংসা মারামারিকে দূরে সরিয়ে ফেলতে,
ইচ্ছে করে ভালবাসার ভেলায় করে সবাই মিলে ভাসতে।
ইচ্ছে করে শিক্ষার আলো সবারে বিলিয়ে দিতে,
ইচ্ছে করে মূর্খ হয়ে থাকে না যেন সেইটা নিয়ে ভাবতে।
ইচ্ছে গুলো ইচ্ছে হয়ে থাকে না যেন মনে,
ইচ্ছে গুলো পূরণ করার ক্ষমতা যেন আসে মনে প্রাণে।।