ইউটিউবার রোদ্দুর রায়ের ফের পুলিশি হেফাজত

বৈদূর্য ঘোষাল , ১৪ জুন,
মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্ট সংলগ্ন ব্যাংকশাল আদালতে পেশ করা হয় বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায় ওরফে অনির্বাণ রায় কে।এদিন জোড়া মামলার শুনানি চলে।এই দুটি মামলার মধ্যে একটি দু বছরকার পুরাতন মামলা। জামিন পেলেন না রোদ্দূর রায়। তার একটিতে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে রোদ্দূর রায় কে। অন্য মামলাটিতে ত সোমবার পর্যন্ত পুলিশের হেফাজতে রাখতে বলেছে আদালত। এরফলে সোমবার পর্যন্ত ইউটিউবার রোদ্দূর পুলিশি হেফাজতেই থাকবেন তিনি।এর আগে রোদ্দুর রায় কে ১৪ ই জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।এদিন আরও একটি নুতন মামলার শুনানি হলো। ওই মামলাটিও রোদ্দুর রায়ের বিরুদ্ধে প্রায় দু’বছর আগে করা হয়েছিল। ইউটিউবার এর নামে এই অভিযোগে দায়ের করা হয়েছিল বটতলা থানাতে। মঙ্গলবার ব্যাংকশাল আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে এই মামলাটি ওঠে। অভিযোগকারীর দাবি  , -‘ ইউটিউবার রোদ্দুর রায়ের ভিডিওগুলি অত্যন্ত অশ্লীল । যার কারণে তাঁর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত’।  এদিন  অভিযোগকারীর আইনজীবী রোদ্দুর রায়ের  ভিডিও সংক্রান্ত সমস্ত তথ্য পেনড্রাইভে জমা দেন বিচারকের কাছে। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করায় যে মামলাটি তাঁর বিরুদ্ধে করা হয়েছিল সেই মামলার শুনানি হয় আদালতে । সেই সময় তিনি আদালতে হাজির ছিলেন তবে একেবারেই চেনা রূপে ছিলেন ইউটিউবার রোদ্দুর রায়। চুপচাপ রুমের মধ্যে বসে ছিলেন তিনি।৬ দিন প্রথমবার আদালতে পেশ করার সময় রোদ্দুর রায় ঘিরে যে ভীড় ছিল, এদিন তার ছিটেফোঁটাও ছিলনা বলা যায়। 

Leave a Reply