সাধন মন্ডল,

রাইপুর ইউকো ব্যাংকের উদ্যোগে আজ ইউকো ব্যাংকের ৮০ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ব্যাংকের ভিতরে। এই জন্মদিনটি পালনের বিশেষ উদ্যোগ নেন ব্যাংক এর সিনিয়র ম্যানেজার চন্দ্রশেখর সিং ।এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে রাইপুর এলাকার ব্যাংকের ৮০ জন বিশিষ্ট গ্রাহককে অনুষ্ঠানে হাজির করানো হয়েছিল। এদিন কেক কেটে ও সকলের মুখে কেক তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ব্যাংক ম্যানেজার এই ব্যাংকের পরিষেবা সম্পর্কে উপস্থিত গ্রাহকদের কাছে এই ব্যাংক আপনাদের ।ব্যাংকের সমস্ত রকম পরিষেবা যাতে গ্রাহকরা পায় এবংসেই পরিসেবা দেবার জন্য আমরা সব সময় প্রস্তুত ।আমাদের এই শাখার থেকে অনেক স্বয়ম্বর গোষ্ঠী স্বয়ংসম্পূর্ণ হয়েছেন তাছাড়া আমরা এলাকার ৩৭ জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা প্রদান করেছি যা আমার ব্লক এলাকায় দৃষ্টান্ত। আমাদের কাছে ৩০০ র বেশি দরখাস্ত জমা পড়েছে। এই ব্যাংকের একজন বিশেষ গ্রাহক রঞ্জিত মিশ্র, পার্থ মাহাতো, কমল কিশোর ঝাঁওর রা বলেন রাইপুরে বহু পুরানো এই ব্যাংক ।ব্যাংকের পরিষেবা বর্তমানে অত্যন্ত ভালো

Leave a Reply