শুভ ঘোষ,

আজ দক্ষিণ‌ ২৪ পরগনার জেলার বজবজ পাবলিক স্কুল (BBIT) ও(jIMSH)যৌথ উদ্যোগে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (আয় খুকু আয়) ডাইরেক্ট সৌভিক রায় সিনেমা শুভ মহরত অনুষ্ঠিত হয়। বজ বজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স এন্ড হসপিটাল ভাইস চেয়ারম্যান কে কে গুপ্তা ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিতিতে সিনেমার শুভ প্রমোশন হয়ে গেলো। আয় খুকু আয় ডাইরেক্টর সৌভিক রায়, সিনেমা অভিনয় করেছেন সৌহিনী সেনগুপ্ত,জিৎ, রাহুল দেব বোষ, বুদ্ধদেব ভট্টাচার্য আরো অনেক বিশিষ্ট শিল্পী অভিনয় করেছেন।

Leave a Reply