আয়কর দপ্তরের পোর্টালে সমস্যা, ইনফোসিস কর্তা কে তলব
সেখ সামসুদ্দিন,
আয়কর দপ্তরের পোর্টালে ঘন ঘন সমস্যা। ইনফোসিস কর্তা কে তলব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।গত ৭ জুন আয়কর দপ্তরে ই ফাইলিং পোর্টাল চালু হয়েছে। টানা আড়াই মাস নানান সমস্যায় আয়করদাতারা। ২১ আগস্ট পুরোপুরি বন্ধ হয়ে যায় এই পোর্টাল।এই পোর্টালের ডেভেলপ করতে কেন্দ্রীয় সরকারের তরফে ১৬৪ কোটি ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বারবার জানিয়েও কোন কাজ না হওয়ায় এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইনফোসিস কর্তা সলিল পারেখ কে আগামী সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকে ডাকা হয়েছে জবাবদিহির জন্য।কেন এত ত্রুটি, কিভাবে মিটবে, কবে মিটবে সবই জানাতে হবে ইনফোসিস কর্তা কে। এই সার্ভার প্রবলেমের জন্য হাজার হাজার আয়কর দাতা তাদের আয়-ব্যয় এর ফাইল ঠিকঠাক আপডেট করতে পারছেন না এই পোর্টালে।