সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান), গত বুধবার আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। ঘটনায় আহত এক পথচারী সহ এক পুলিশ কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়া রোডের ভাতাড়ের বলগোনা বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান জেল হেফাজতে থাকা এক আসামিকে কাটোয়া আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। ভাতাড়ের বলগোনা সংলগ্ন এলাকা আসতেই একজন বয়স্ক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় পুলিশের গাড়িটি। ঘটনায় আহত হন পুলিশ কর্মী দেবব্রত ঘোষ ও পথচারী মুক্তি ধারা। স্থানীয় মানুষজন ও ভাতাড় থানার পুলিশ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে ভাতাড় থানার পুলিশ।

Leave a Reply