আসানসোল হিন্দুস্তান পার্কে সম্পূর্না মহিলা ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির
কাজল মিত্র : আসানসোল শহরের হিন্দুস্তান পার্কে সম্পূর্না মহিলা ক্লাবের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রাজ্যের আইন আইন ও গণপূর্ত মন্ত্রী মলয় ঘটক এবং পৌর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি যৌথভাবে রক্তদাতাদের সন্মান প্রদান করে এই ক্যাম্পের উদ্বোধন করেন। জনগণকে উদ্দেশ্য করে মন্ত্রী মলয় ঘটক বলেন, রক্তদান একটি মহান দান কারণ এই রক্ত দান করেই কারো জীবন বাঁচানো সম্ভব। এই রক্তদান শিবিরে যেভাবে মহিলারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে,এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মমতা সরকার আসার পর রাজ্যে সর্বাত্মক উন্নয়ন হয়েছে।
স্বাস্থ্য খাতে, রাজ্যের মুখ্যমন্ত্রী সবার জন্য স্বাস্থ্য সাথী কার্ডের স্কিম নিয়ে এসেছেন, যা সাধারণ মানুষকে অনেক সাহায্য করছে। আসানসোল জেলা হাসপাতালে রাজ্য সরকারের আরেকটি রক্ত পৃথকীকরণ ইউনিটও স্থাপন করা হয়েছে ।এই রক্তদান শিবিরের সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে জমা করা হবে ।এই দিন এই শিবিরে অনিমেষ দাস, প্রবীর ধর সহ বহু মহিলা উপস্থিত ছিলেন ।