Spread the love

আসানসোল সিবিআই এজলাসে বিনয় মিশ্রের বিরুদ্ধে ‘ওয়ারেন্ট’ জারী 

মোল্লা জসিমউদ্দিন

বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই এজলাসে কয়লা পাচার মামলায় শুনানি চলে। এদিন কয়লা পাচার মামলায়  এবার বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। আসানসোলের বিশেষ সিবিআই এজলাস  বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে ‘ফেরার’ বিনয়কে গ্রেফতার করে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত,  সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার মামলায়  ইডি‌ও তদন্ত চালাচ্ছে ।ইতিমধ্যে একাধিকবার বিনয়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে থাকে  ইডি। তবে প্রতিবারই হাজিরা এড়িয়েছেন বিনয় মিশ্র। দেশের বাইরে থাকায় বিনয় মিশ্র কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে পারছেন না বলে আদালতে জানিয়েছিলেন তাঁর আইনজীবী। ইডি ও সিবিআই এই দুই কেন্দ্রীয় সংস্থাই বিনয় মিশ্রকে নিজেদের হেফাজতে রাখার চেস্টা চালাচ্ছে। বিনয়কে জেরা করলেই কয়লা কাণ্ডে বিপুল টাকার লেনদেনের গোটা ঘটনা সামনে আসবে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।সিবিআই সূত্রে প্রকাশ , কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে একাধিক প্রভাবশালীর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এই বিনয় মিশ্র। এর হাত ধরেই কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই ও ইডি। কয়লা পাচারে বিপুল অঙ্কের টাকার লেনদেনের ভার বিনয়ই সামলাতেন বলে জেনেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।ফেরার বিনয় মিশ্রকে হাতে পাওয়া গেলে গুরত্বপূর্ণ  তথ্য মেলার সম্ভাবনা প্রবল বলে মনে করছে সিবিআই  – ইডি। সেই কারণেই বিনয় মিশ্রকে দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালাচ্ছে সিবিআই ও ইডি। এব্যাপারে বিদেশমন্ত্রকের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন দুই কেন্দ্রীয় সংস্থার কর্তারা বলে জানা গেছে ।প্রশান্ত সাগরের   দ্বীপরাষ্ট্র ভানুয়াটুরে রয়েছেন বিনয় মিশ্র। তবে তার গতিবিধি নজরে রেখেছেন তদন্তকারী অফিসাররা। এবার আসানসোলের সিবিআই বিশেষ আদালত বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বিনয়কে দেশে ফেরাতে তত্‍পরতা আরও বাড়িয়েছে সিবিআই। বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলে বিনয়কে দেশে ফেরানোর তোড়জোড় চলছে বলে জানা গেছে। কয়লা পাচার মামলায় পরপর দুটি তারিখে বিকাশ মিশ্রকে অসুস্থ দেখিয়ে আসানসোল সিবিআই কোর্টে পেশ করা হয়নি। তবে আগামী ২৯ মার্চ তাকে হাজিরার নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই এজলাসের বিচারক । বেআইনি কয়লা পাচার মামলায় পরপর দুটো তারিখে বিকাশ মিশ্রকে অসুস্থ দেখিয়ে আসানসোল সিবিআই কোর্টে পেশ করা হয়নি।এদিন আসানসোল সিবিআই এজলাসের বিচারক নির্দেশ দিয়েছেন -‘ আগামী ২৯ মার্চ বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই কোর্টে হাজিরা দিতে হবে। আপাতত এসএসকেএমে চিকিত্‍সাধীন রয়েছেন বিকাশ মিশ্র বলে জানিয়েছেন তার আইনজীবী । অন্যদিকে অনুপ মাঝী ওরফে  লালার চার সঙ্গীর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।কয়লা পাচার মামলায় ধৃত বিকাশ মিশ্রর জামিন নাকচ করে তাকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে ২৯ মার্চ হাজির হতে নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই কোর্টের বিচারক। প্রথমে গত ৮ মার্চ এবং তারপর ১৪ মার্চ। দুটি তারিখে আসানসোল সিবিআই আদালতে বিকাশ মিশ্রের মামলার শুনানি ছিল। তবে এই  দুটি তারিখেই তাকে হাজির করানো হয়নি। আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগার থেকে আদালতে বলা হয়, বিকাশ মিশ্র কলকাতায় এসএসকেএমে ভর্তি রয়েছে। তাই তাকে হাজির করানো যায়নি।চলতি সপ্তাহে  ফের জামিনের আবেদন করা হয়েছিল। তবে সিবিআই আদালতের বিচারক  বিকাশের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেল হাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ২৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ও বিকাশ মিশ্রকে সেদিন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সুত্রে প্রকাশ,  গত বছর মার্চ মাসে প্রথম দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল। বেশ কয়েকবার শুনানি ও সিবিআই হেফাজতের পর বিকাশ মিশ্রের জেল হেফাজত হয়।পাশাপাশি  কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার চার সহযোগী জয়দেব মণ্ডল, নীরদবরণ মণ্ডল, গুরুপদ মাজি ও নারায়ণ নন্দার জামিনের মেয়াদ বাড়ল। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। ওইদিন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। যেভাবে তদন্তের গতি বাড়াচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাতে প্রভাবশালী রাজনৈতিক নেতারা থেকে পুলিশের একাংশ চাপে পড়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *