আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শীত থেকে বাঁচতে কম্বল দান

কাজল মিত্র :-সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কম্বল দানের আয়োজন করা হয়েছে আসানসোলের ভগৎ সিং মোড়ে। যদিও প্রত্যেকটা থানা বা ফাঁড়িতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।এদিন এই অনুষ্ঠানে পুলিশ এর তরফে প্রায় ২৫০ জন দুস্থ মানুষদেরকে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।কনকনে শীতে এই শীত বস্ত্র পেয়ে তারা খুশি প্রকাশ করে।এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানা এবং দক্ষিণ পুলিশ পোষ্টের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি মানবেন্দ্র দাস,আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ চ্যাটার্জি,দক্ষিণ পুলিশ পোষ্টের ভারপ্রাপ্ত আধিকারিক অজয় গুপ্ত সহ পুলিশ আধিকারিক গণ।

Leave a Reply