মোহন সিং,

আসানসোল নগর নিগমের দুর্নীতি নিয়ে অভিযোগ করলো বিজেপি কাউন্সিলররা কমিশনারের কাছে

বুধবার দিন আসানসোল নগর নিগাম এর পুরো কমিশনার নিতীন সিংঘানিয়া কাছে নগর নিগমের দুর্নীতির অভিযোগ নিয়ে অভিযোগ লিখিত জানিয়েছেন বিজেপি কাউন্সিলররা 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারি এবং সঙ্গে কাউন্সিলর গৌরভ গুপ্ত, ইন্দ্রানী আচার্জী, সুশান্ত মন্ডল, অমিত তুলসিয়ানছিলেন। চৈতালি তিওয়ারি জানিয়েছেন -‘ বোর্ড মিটিংয়ে দেখা গেল যে কাজটা পূরণ হয়ে গেছে কনস্ট্রাকশনের আবার সেই কাজটা কে আবার প্লান পাস হচ্ছে এটা একই কাজ কে দুবার কিভাবে নগর নিগাম কাজ করাতে পারে তাই এটা পুরোপুরি দুর্নীতি করা হচ্ছে তাই আমরা দুর্নীতি হতে দেব না আজকে পুরো কমিশনার নিতিন সিংহানিয়া কাছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং তদন্ত করার দাবি বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন যে এটা অভিযোগ খতিয়ে দেখা হবে।

Leave a Reply