আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের রদবদল 22জন এস আই সহ 1জন এ এস আই

কাজল মিত্র :-বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা ও ফাঁড়ির আধিকারিক সহ মোট 22জন এসআই ওই এক জন এএসআই কে বদলির নির্দেশ জারি করা হয়।এর মধ্যে কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম মজুমদার কে লাইনে ক্লোজ করা হয় বলে সূত্রের খবর!বর্তমানে কুলটি থানার অধিকারীক হিসাবে দায়িত্ব নেন ডিডি পদে কর্মরত ছিলেন অঞ্জন রায়।একই সাথে চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক পরমিত গাঙ্গুলী বদলি করা হয় আসানসোল দক্ষিণ থানা তে। বর্তমানে চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক পদে এস আই পর্নিম তামাং।কল্যানেশ্বরী ফাঁড়ির আধিকারিক উৎপল ঘোষাল কে পাঞ্জাবী মোড় ফাঁড়িতে বদলি করা হয়। বর্তমানে এস আই উজ্জ্বল সাহা কল্যানেশ্বরী ফাঁড়ির আধিকারিক পদে দায়িত্ব পান। সূত্রের খবর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বেশকয়েকটি থানা ও ফাঁড়ির আধিকারিক দের বদলির নির্দেশ জারি করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থেকে।তবে এই বদলি নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।তবে সূত্রের খবর এই বদলির নির্দেশ পুলিশের রুটিনবদলি বলেই মনে করা হচ্ছে।কারণ এর মধ্যে বেশকিছু অধিকারীক গত বিধানসভা নির্বাচনের আগে থানা ফাঁড়ির দায়িত্ব ছিলেন তাই এই বদলি রুটিংবদলি বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply