আসানসোল কান্ডে ধৃত ৬ বিজেপি কর্মীর ৮ দিনের পুলিশি হেফাজত
সম্প্রীতি মোল্লা ,
শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল আদালতে পেশ করা হয় বিজেপির কম্বল বিতরণ কর্মসূচিতে নিহত ঘটনায় অভিযুক্ত ৬ জন কে।ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ জারি করা হয়েছে। গত বুধবার সন্ধেবেলায় আসানসোলে শুভেন্দু অধিকারীর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ শুক্রবার ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা সকলে বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।গত বুধবার সন্ধেয় আসানসোলের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাপক হুড়োহুড়িতে ৩ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়। এরপরই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত ১০ জনের নামে এফআইআর করা হয়। অভিযুক্ত হিসাবে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির নামও আছে। তবে তাঁদের বিরুদ্ধে পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। এদিকে যে ডেকরেটর ওই অনুষ্ঠান মঞ্চ বাঁধা, চেয়ার ইত্যাদি সরবরাহ করেছিল তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।