আসানসোলের উপনির্বাচনে মনোনয়ন দাখিল শত্রুঘ্ন সিনহার
পারিজাত মোল্লা, আসানসোল,
আগামী ১২ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা মনোনয়ন দাখিল করলেন। এদিন শত্রুঘ্ন সিনহা জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন ।সাথে ছিলেন তাঁর স্ত্রী পুনম সিন্হা। গত রবিবার বিকেল বেলায় অন্ডাল বিমানবন্দরে সপরিবারে নামেন তিনি আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে হুড খোলা গাড়িতে চড়ে জেলাশাসকের দফতর পর্যন্ত রোড শো করেন শত্রুঘ্ন। এই মিছিলে পা মেলান আসানসোলের শয়ে শয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা। ঢাক ঢোল বাজিয়ে বিপুল সমারোহের সঙ্গে বার হয় ওই মিছিল। শত্রুঘ্নর সঙ্গী হন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।আগামী ১২ এপ্রিল উপনির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে। আজ অর্থাৎ মঙ্গলবার জামুড়িয়ায় তৃণমূলের কর্মিসভা দিয়ে প্রচারে নামতে চলেছেন শত্রুঘ্ন। লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে সভা করার কথা শত্রুঘ্ন সিনহার বলে প্রকাশ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সূত্রে। আজ অর্থাৎ মঙ্গলবার চারটি কর্মিসভা রয়েছে তাঁর। বুধবার এবং বৃহস্পতিবারও পর পর দু’দিন চারটি করে কর্মিসভা করবেন শত্রুঘ্ন। বৃহস্পতিবার দু’টি কর্মিসভা রয়েছে তাঁর।এরেই মধ্যে অন্যান্য জনসংযোগ গুলি সারবেন তিনি।