আসানসোলের নামকরা গ্র্যান্ড হোটেল থেকে পুলিশের অভিযানে আটক ১৮ জুয়াড়ি, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা
কাজল মিত্র :-আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের উষাগ্রামে একটি হোটেলে চলছিল রমরমিয়ে জুয়ার আসর।জানা গেছে কিছুদিন ধরেই ওই হোটেলে জুয়া বসানোর অভিযোগ আসছিল।গোপন সূত্রে এই খবর পেয়েই রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঊষাগ্রাম বিবি কলেজের কাছেই অবস্থিত একটি হোটেল এর ৫০১৫ নম্বর রুম থেকে হাতেনাতে ধরে ফেলল ১৮জন জুয়াড়িকে।তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষাধিক টাকা।এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার সম্পর্কে জানা গেছে পুলিশের অভিযানে ঐ জুয়ার আসর থেকে ১৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে ।যার মধ্যে দুইজন মহিলার নাম উঠে আসে ।
গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন
রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকার
বিনোদ যাদব, সুধাংশু কুমার, বরাকর এর বাসিন্দা সুশীল বার্নওয়াল,কল্যাণপুর এর
বিট্টু রাউত, নিঘা কোলিয়ারীর
দীপক কুমার গুপ্ত,ধাদকা সুকান্তপল্লীর বাসিন্দা মুন্না হেলা,ওল্ড স্টেশন মিস্ত্রি পাড়া এলাকার আসিফ হুসেন, শীতলা গ্রামএর কার্তিক নন্দী
সান্তা ডাঙ্গালএর চন্দন কুমার সিং,এথোরা গৌর কর্মকার,
কুলটি রানীতলার মিরাজ খান
বাসাই গ্রাম,মিহিজাম স্বপন রক্ষিত,ধানবাদ কাঁকন বাজারের অনিল আগরওয়াল জাম্বুয়া,গিরিডিহ থেকে বিজয় কুমার, জামতারা ফাগুডির দীনেশ রাউত,গিরিডিহ থানা,পাচাম্বার মিঠুন রাউত, মোহাম্মদ আশিক ওজামতারা সুভাষ চকএর চন্দন ব্যানার্জী, সহ মোট ১৮ জন জুয়াড়িকে আজআদালতে তোলা হলে আদালত অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে সংশোধনাগারে পাঠায়।পুলিশ সূত্রে জানা গেছে ওই হোটেল থেকে কুলটি থানার বাসিন্দা
দুই মহিলাকেও আটক করেছে যাদের থানা থেকেই পুলিশ বন্ডে জামিন দেওয়া হয়েছে বলে খবর।হোটেল মালিককে পুলিশ ডেকে পাঠায় বলে জানা গেছে।আটক হওয়া জুয়াড়িরা ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।