পুরসভা ও পঞ্চায়েত সামনে রেখে রবীন্দ্রভবনে জেলা তৃণমূলের সাংগঠনিক সভা
কাজল মিত্র :-পুরসভা ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আসানসোলের রবীন্দ্রভবনে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো ।রবিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের উদ্যোগে এই সভা করা হয়েছে।এদিনের সভায় আসানসোল ও দুর্গাপুর পৌরনিগম এবং পঞ্চায়েত ভোটকে সামনে সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়েছে।তাই আগামী দিনে সকলকেই মানুষের সুবিধার্থের জন্য একসাথে মিলে কাজ করতে হবে।এদিনের সাংগঠনিক বৈঠকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, INTTUC জেলা সভাপতি অভিজিৎ ঘটক,দুর্গাপুরের মেয়র দিলীপ অগ্রস্থি,তৃণমূলের আসানসোল পুরো এলাকার কনভেনার ভি শিবদাসন দাসু, দুর্গাপুরের বিধায়ক প্রদীপ মজুমদার, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।বৈঠকে শেষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় কি বলেন যে এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত স্তরের টিএমসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময়ে, ভবিষ্যতে কীভাবে জেলায় তৃণমূলকে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে সকলকে একজোট হতে হবে ।২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে কর্মীরা সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করেনি তা সকলেরই জানা তবে এবার সকলকে পুরো সক্রিয়তার সাথে কাজ করতে হবে।তিনি বলেন, বরবানীতে তাঁর পরিচয় বিধায়ক হিসেবে নয়, বাড়ির ছেলে হিসেবে।তিনি যেভাবে সকলের কাছে ঘরের ছেলে হয়ে সবার পাশে গিয়ে দাঁড়ান সকলকে নিচুস্তরের কর্মীদের সাথে নিয়ে চলতে হবে তাছাড়া পঞ্চায়েত স্তর থেকেই
আসল সংগঠন তৈরি হয় তাই সকল কর্মীদের সাথে হাসি মুখে ভাল ব্যাবহার করতে হবে । দলে কেউ ছোট বা বড় নয়।দলকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।