চলন্ত ট্রাকের জলন্ত আগুনে পুড়ে মারা গেলেন ট্রাক চালক

কাজল মিত্র :-শনিবার বিকেল চারটা নাগাদ চিত্তরঞ্জন থেকে আসানসোল যাবার প্রধান রাস্তার আল্লাডি মোড়ের কাছে হঠাৎ একটি চলন্ত ট্রাকে আগুন লেগে যায় যার ফলে ট্রাকটি সম্পূর্ণভাবে অগ্নিদগ্ধ হয়ে পড়েছে ।আর ঠিক সেই সময় ট্রাকের চালক পালাতে গিয়ে চালকটিও অগ্নিদগ্ধ হয়ে পড়ে।যায় ফলে ট্রাক চালককে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।কিন্তু একদিন পর ট্রাক চালকের মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে ।
জানা গেছে যে রূপনারায়নপুর এর সুরভী পল্লীর বাসিন্ধা
রঞ্জিত চক্রবর্তী দেন্দুয়া মোড় থেকে একটি ট্রাক গেরেজ থেকে ঠিক করিয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু হঠাৎ কোন কারনে ট্রাকের তেলের ট্যাংকারে আগুন লাগে যার ফলে গাড়িটিটি আগুন লেগে যায় এরফলে গাড়িতে থাকা চালক রঞ্জিত বাবুও অগ্নিদদ্ধ হয়ে রাস্তায় ছোট ছুটি করে কিন্তু স্থানীয়রা ও রূপনারায়নপুর পুলিশ প্রশাসনের সহযোগিতায় কোন রকমে লোকটির গায়ে থেকে আগুন নিভালেও প্রায় শরীরের বেশিরভাগ টাই পুড়ে গেছে ।পরিবারের তরফে জানাগেছে রঞ্জিত বাবুর পরিবারে এক ছেলে গোপাল চক্রবর্তী চিত্তরঞ্জন এর জিএসডি তে প্রাইভেট সংস্থায় কাজ করে ।রঞ্জিত বাবু চিত্তরঞ্জন রেল কারখানায় স্টোরে মালপত্র নিয়ে যাওয়ার যে সকল ট্রাক রয়েছে তারই চালক ছিল।রঞ্জিত বাবুর আকস্মিক এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে পড়েছে।খবর পেয়ে দুই মেয়ে জামাই ছুটে আসে ।

Leave a Reply