আসানসোলের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সংস্থার অভিযান

কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলি ও ব‍্যবসায়ী ইমতিয়াজ আলি সহ আরো দুই ব‍্যবসায়ী মহেন্দ্র শর্মা এবং সুজিত সিং এর ঘরে কেন্দ্রীয় সংস্থা আয়করের অভিযান। এদিন সকাল ৫টা ২০ মিনিটে একসাথে তাদের আসানসোল বাড়ি ও কার্যালয় গুলিতে অভিযান চালায়।পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বার্নপুর অঞ্চলের রহমতনগরে থাকেন রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলি। তার ঘরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুধবার সকাল ৫টা ২০ মিনিটে হাজির হয়।শুরু হয় তদন্ত ও তল্লাশি অভিযান।এর কিছুক্ষণ পরেই জানা যায় বার্নপুরের ধরমপুরে বসবাসকারী তৃণমূল সমর্থিত ব‍্যবসায়ী ইমতিয়াজ আহমেদের ঘর ও কার্যালয়ে আয়করের অধিকারীকেরা পৌঁছে গিয়েছে।পাশাপাশি আসানসোলের আরো এক বড় ব‍্যবসায়ী মহেন্দ্র শর্মার ঘর ও তার কার্যালয়ে এবং ইমতিয়াজের ঘনিষ্ঠ সুজিত সিং এর বাড়িতেও আধিকারিকরা তদন্তের স্বার্থে পৌঁছে যায় এদিন।উল্লেখ‍্য তৃণমূলের নেতা আসানসোলে যথেষ্ট প্রভাবশালী হিসাবে পরিচিত।প্রাক্তন বিধায়ক সোহরাব আলির স্ত্রী নার্গিস বানো বর্তমানে আসানসোল পুরনিগমের ৮২ নং ওয়ার্ডের কাউন্সিলার।

Leave a Reply