খান ব্রাদার্স ক্রিয়েশনের পক্ষ থেকে আগামী ২৬-শে জানুয়ারি একটি নতুন মিউজিক ভিডিও আসতে চলেছে যার নাম “আবার দেখা হবে “||গানটির মূল প্রেক্ষাপট একজন ইন্ডিয়ান আর্মি এবং দেশমাতৃকার জন্য তাঁর ত্যাগের একটি একটি চিত্রনাট্য ||সদ্য বিবাহিত স্ত্রীর থেকেও দেশের জন্য ও দেশের মানুষের জন্য আত্মত্যগের একটি দৃশ্য দর্শকরা দেখতে পাবেন ||স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক ভালোবাসাও এখানে দেখানো হয়েছে যা আমাদের প্রতিটি ঘরেই বিরাজমান ||
গানটির শুটিং হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলে ||

“আবার দেখা হবে” গানটির কথা ও সুরকার হিসেবে রয়েছেন সুমন চ্যাটার্জী ||গানটি গেয়েছেন সুস্মিতা দে ও স্বয়ং সুমন চ্যাটার্জী ||গানটির প্রোগ্রামিং এবং মিক্সিং করেছেন কৌস্তভ শর্মা ||রেকর্ডিং হয়েছে কলকাতার NK’s Music Lane ষ্টুডিও থেকে ||

গানটির ভিডিওগ্রাফির মূল ভাবনা ডিরেক্টর এহসান খানের ||এখানে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী গার্গী ঘোষ এবং স্বয়ং এহসান খানকে || রুপসজ্জা ও পোশাক শিল্পী মিমো রায় || গানটি এডিট এবং কালার করেছেন শান্তনু গাঙ্গুলী ||গানটির পোস্ট প্রোডাকশন করা হয়েছে সপ্তপদী ষ্টুডিওস থেকে ||
ক্যাকটাস ব্যান্ডের বিখ্যাত গায়ক সিধু এই গানটির জন্য সুমন ও সুস্মিতাকে অনেক ভালোবাসা ও সাধুবাদ জানিয়েছেন ||সর্বোপরি দর্শকদের কাছে এই গানটির ভিডিওটি দেখার অনুরোধ রইলো ||

Leave a Reply