আফতাব প্রোডাকশন নিবেদিত আরিজ আফতাব প্রযোজিত বাংলা চলচ্চিত্র অকাল বোধন খুব শীগ্রহই মুক্তি পেতে চলেছে আপনার নিকটবর্তী পেক্ষাগৃহে। গল্পটা নারীকেন্দ্রিক সমাজে দুটি মেয়ে দূর্গা এবং রিয়ার জীবনের টানাপোড়েনের কাহিনী দেখানো হয়েছে দূর্গা একটা মধ্যবিত্ত জীবন থেকে কি করে উৎসৃঙ্খল জীবনযাপন শুরু করে সেখানে সুদীপের সাথে দেখা হয় এবার তারা দুজন সামাজিক মতে সাংসারিক জীবনে পা দেয় কিন্তু সমাজ তাদের জীবনে অনেক বাধা সৃষ্টি করে তাদের ভুল বোঝাবুঝি তৈরি হয় সংসারটা ভেঙ্গে যায় ওইদিকে রিয়ার খুব কম বয়সে বিয়ে হয় সাংসারিক জীবনে সেও সুখী হয় না ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব তাদের নিত্য জীবনে দৈনন্দিন ঘটনা ঘটতে থাকে।রিয়া মানুষিক অবসাদে ভুগতে থাকে তাদেরও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় রিয়ার জীবন কোনদিকে এগোয় জানতে হলে দেখতে হবে আপনাকে অকাল বোধন। যে ছবিটি পরিচালনা করেছেন মানস গড়াই, মিউজিক দিয়েছেন দীপঙ্কর মন্ডল, চিত্রগ্রহণ করেছেন উজ্জ্বল ভট্টাচার্য, সম্পাদনায় প্রশান্ত বিশ্বাস, নৃত্য পরিচালনা করেছেন কৈলাশ শর্মা, ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ভিভান, রোশনি মজুমদার, লিপিকা ধারা, আরিজ, পার্থ সারথি দেব এবং পুলকিতা ঘোষ ও অন্যন্যরা।

Leave a Reply