‘আলোতে হাসিতে দুর্গা মা’ পুজোর গান উপস্থাপনায় ‘গ্লোবাল ভীষণ প্রোডাকশন’-

মহালয়ার ঠিক আগের সন্ধ্যায় ২০ সেপ্টেম্বর ২০২৫ কলকাতার এক রেস্তরাঁয় মুক্তি পেল ‘গ্লোবাল ভিশন প্রোডাকশন’-এর পুজোর গান ‘আলোতে হাসিতে দুর্গা মা’।

প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “সাহেব সাহা-র লেখায় এবং অরিজিৎ দে র সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন সঞ্জুকুমার মণ্ডল ও রাজশ্রী বাগ। গায়ক গায়িকার গাওয়া গানের তালে তালে অভিনয় করতে দেখা যাবে অলিভিয়া সরকার, জুনেদ খান, পার্থসারথি চক্রবর্তী-র মতো টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেতা-অভিনেত্রীদের।

সঙ্গীত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গায়ক ও গায়িকা উভয়েই একসাথে বলেছেন, “নতুন গান নিয়ে আমরা ভীষণরকম আশাবাদী, মনে হয় এই গান দর্শকদের মনোরঞ্জন করতে সহায়ক হবে।”

অপর পক্ষে এই গানের গীতিকার সাহেব সাহা ও সঙ্গীত নির্দেশক অরিজিৎ দে একযোগে বলেছেন, “এই গানের মিষ্টি সুর নিঃসন্দেহে শ্রোতাদের আবেগবিহ্বল করবে।”

Leave a Reply