সিয়ামত আলী ,
স্বপ্নের আলিয়া বিশ্ববিদ্যালয় কে হেনস্তা, ক্ষতি কোনমতেই বরদাস্ত করা হবে না।
আলিয়া মাদ্রাসা ছিল এশিয়া মহাদেশে প্রাচীনতম ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের মাদ্রাসা শিক্ষা গুলি পরিচালিত হয়ে থাকে। এটি শুধু রাজ্যের নয় দেশের সম্পদ এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। যেটিকে উন্নত করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।বর্তমান আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। যা কখনোই কাম্য নয়। বাম আমলে আমাদের বহু লড়াই-সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আজ এই বিশ্ববিদ্যালয়কে গভীর ষড়যন্ত্র করে অচল অবস্থা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে বা যারাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আমাদের স্বপ্নের আলিয়া বিশ্ববিদ্যালয়। যেটি অল্প সময়ের মধ্যে বিস্তার লাভ করেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোন ক্ষতি কোন অবস্থায় বরদাশ্ত করা হবে না ,প্রয়োজনে আবারো তীব্র আন্দোলনে মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিষয়টিকে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছি। রাজনীতির উর্ধ্বে দলমত নির্বিশেষে দেশের স্বার্থে সমস্ত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠান এর ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব।
সিয়ামত আলী?
সভাপতি
প্রগ্রেসিভ ইউথ ফাউন্ডেশন
প্রাক্তন রাজ্য সম্পাদক
পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন
আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র