Spread the love

আলিপুরে কর সংক্রান্ত সেমিনারে বিচারপতি – আইনমন্ত্রী 

মোল্লা জসিমউদ্দিন, 

রবিবার আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন ‘ধনধান্য অডিটোরিয়ামে’ ট্যাক্স এডভোকেটস এ্যাসোসিয়শন অফ বেঙ্গল  আয়োজিত ট্যাক্স সংক্রান্ত সেমিনার হয়।এই সেমিনারে  উপস্থিত ছিলেন  বিচারপতি শ্রী ইন্দ্র প্রসন্ন মুখাপাধ্যায়, রাজ্য সরকারের আইন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , আইনজীবি জে পি খৈতান, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেব,সভাপতি আইনজীবি সজ্জন কুমার তুলসিয়ান , বার কাউন্সিল সদস্য ও ট্যাব সচিব সিদ্ধার্থ মুখোপাধ্যায় , কমিশনার সেল্স ট্যাক্স ডি পি কারনাম, সি জি এস টি কমিশনার মনোজ কুমার কেডিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।ছিলেন  রবীন্দ্র ভারতী সোসাইটি সদস্যরা।এদিন  “ ধনধান্য পুস্প ভরা , আমাদের এই বসুন্ধরা ..” এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইনকাম ট্যাক্স নিয়ে বক্তব্য রাখেন সজ্জন কুমার তুলসিয়ান , পারস কোচার,  সুব্রত রায়। জি এস টি নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি সুজিত ঘোষ ,সি এ অরুন আগরওয়ালা ও অরূপ দাশগুপ্ত । হলদিয়া ল কলেজ ও কিংস্টোন ল কলেজ এর পক্ষ থেকেও সেমিনার বক্তব্য রাখা হয়। পশ্চিমবঙ্গের নানান জেলা থেকে প্রায় ৫০০ জন আইনজীবি এই সেমিনারে উপস্থিত ছিলেন।ঐ মঞ্চ থেকে একটি বুলেটিন এর প্রকাশ করা হয়।শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *