খায়রুল আনাম,

বীরভূম : পৌর শহর দুবরাজপুরের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে মামা ভাগ্নে পাহাড়। সেইসাথে এখানকার এক নম্বর ওয়ার্ডের বহু প্রাচীন আলম বাবার মাজারও সকলের কাছে অত্যন্ত গুরুত্ব পেয়ে থাকে। কিন্তু এই মাজারের কোনও প্রবেশ পথ না থাকার কারণে নানাবিধ অসুবিধা দেখা দেয়। সেই সমস্যা মেটাতে আলম বাবার মাজারে সাত লক্ষ টাকা খরচে একটি গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর করা হলো। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হজরত সৈয়দ আলহাজ আজিমুদ্দিন নইমি, সৈয়দ বখতিয়ারউদ্দিন নইমি। এখানে একটি অতিথি নিবাসও তৈরী হবে।

Leave a Reply