আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিদ্যাসাগর সমাজকল্যাণ পুরষ্কার প্রত্যাখ্যান করলেন ডা: অশোককুমার কুমার প্রধান

সম্প্রতি কণ্ঠিবাড়ি পথের দিশারী সমাজকল্যাণ দফতরের পক্ষে চিকিৎসক অশোক কুমার প্রধানকে বিদ্যাসাগর সমাজকল্যাণ পুরষ্কার অর্পণ করে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সাম্প্রতিককালে আর জি কর কাণ্ডে রাজনৈতিক ও সামাজিক অচলাবস্থায় মানসিকভাবে বিধ্বস্ত থাকায় তাঁর পক্ষে কোনো সম্মান গ্রহণ সম্ভব নয়। একথা জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ প্রখ্যাত হোমিপ্যাথিক চিকিৎসক অশোক কুমার প্রধান।

তিনি আরও বলেন, যে সংস্থা আমাকে সম্মানিত করার বিবেচনা করেছেন আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। সম্মানিত। তবে এই মুহূর্তে শুধু একটি দাবি, এই অপরাধের যথার্থ বিচার চাই। লক্ষ কন্ঠে এই দাবি প্রতিধ্বনিত হোক আকাশে বাতাসে। মনে রাখা দরকার, রবীন্দ্রনাথ বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে , তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

Leave a Reply